প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর নবনির্বাচিত ৮ম কার্যনির্বাহী কমিটির শপথ অনুষ্ঠান ২৮ জুন (শনিবার) সন্ধ্যায় সরকারি সিটি কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে ৮ম কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দকে শপথ পাঠ করান প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও ৮ম ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৫ এর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মেজর (অব.) মো. নুরুল হুদা কুতুবী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। সম্মানিত অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ সাখাওয়াত হুসাইন ও নির্বাচন কমিশনার প্রফেসর জসিম উদ্দিন আহমেদ।
সমিতির বিদায়ী কমিটির নির্বাহী সদস্য ও সাবেক সভাপতি মুহাম্মদ শামসুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সেলিমের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সমিতির বিদায়ী কমিটির নির্বাহী সদস্য ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক আহমদ ইমরানুল আজিজ। শপথ গ্রহণ শেষে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন সমিতির নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ শওকত আলী নূর।উপস্থিত ছিলেন বিদায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রেহেনা আখতার বেগম, বিদায়ী কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তফা নাজমুল কাউসার আরমান, জীবন সদস্য অধ্যাপক মোস্তফা শামীম আল জোবায়ের, মোহাম্মদ মহসিন, আ ন ম খালেক নেওয়াজ, মোহাম্মদ নূর উল্লাহ প্রমুখ।
২০২৫-২০২৮ কার্যকালের জন্য নির্বাচিত প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির সভাপতি মুহাম্মদ শওকত আলী নূর ও সাধারণ সম্পাদক আহমদ ইমরানুল আজিজসহ ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি প্রফেসর মো. জসীম উদ্দীন খান ও মো. হারুনুর রশিদ, যুগ্ম সম্পাদক আ.ন.ম. নাসির উদ্দীন, অর্থ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ নুরুল বশর রাসেল তথ্য, গবেষণা ও সেমিনার বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন জনী, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ওমর ফারুক হোসাইনী, দফতর সম্পাদক মুহাম্মদ আইয়ুব আলী, সমাজকল্যাণ সম্পাদক এ কে এম আকতার কামাল চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা এবং নির্বাহী সদস্য মো. হারুনুর রশিদ মনছুরী, এ টি এম তোহা, অধ্যাপক এ. এম. রমিজ আহমদ, মো. আবু সালেহ ও মোহাম্মদ অহিদুল ইসলাম খোকা শপথ গ্রহণ করেন। নতুন কার্যনির্বাহী কমিটি শপথ গ্রহণের পর পূর্ববর্তী কমিটি থেকে দায়িত্ব গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন বলেন,
আমাদের বিশ্ববিদ্যালয়গুলো পরিপূর্ণভাবে পুনর্গঠিত হয়নি। এজন্য অ্যালামনাইদের বড় দায়িত্ব হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পরিপূর্ণ বিকাশ সাধনে ভূমিকা রাখা। এজন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারে আমাদের অ্যালামনাইরা। তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি ঐতিহ্যবাহী বিভাগ আখ্যা দিয়ে এ বিভাগের অ্যালামনাইদের সক্রিয়, প্রাণবন্ত ও মননশীল কর্মতৎপরতার ভূয়সী প্রশংসা করেন। তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতিকে হৃদয়ে থাকবে বলে নতুন কমিটির সফলতা কামনা করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অগ্রগতিতে পরামর্শ ও দোয়া চেয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে শ্রেষ্ঠ অ্যালামনাই হিসেবে আবির্ভূত হওয়ায় আশা প্রকাশ করেন।
গণতান্ত্রিক পদ্ধতিতে সুষ্ঠু ও সুন্দরভাবে কমিটি গঠন করে শপথ গ্রহণ ও দায়িত্ব গ্রহণ সম্পন্ন হওয়ায় নির্বাচন কমিশন, জীবন সদস্য, সমিতির প্রাক্তন নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ। দায়িত্ব গ্রহণ করে নেতৃবৃন্দ আগামীদিনের পথচলায় সংশ্লিষ্ট সকলের দোয়া, সহযোগিতা, সমর্থন ও পরামর্শ প্রত্যাশা করেন।