মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

থানচিতে অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন

বান্দরবানের থানচি উপজেলার সদর ইউনিয়নের শুক্রবার (২৭ জুন) অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন ম্রো জনগৌষ্ঠি পরিবার পেল ঢেউ টিন ২বান, ৬ হাজার টাকা করে চেক, ৩০ কেজি চাউলের স্থানীয় খাদ্য গুদাম হতে উক্তোলনের ডেলিভারি আদেশ হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল।

রবিবার (২৯ জুন) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনের নতুন ঘর নির্মানের অনুসাঙ্গিক মালামাল তুলে দেয়ার হয়। গেল শুক্রবার (২৭ জুন) দুপুরের সোলার প্যানেল বেটারি বিস্ফোরণের এক ভয়াবহ অগ্নিকাণ্ডের থানচি সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে দনরয় ম্রো পাড়া রেংরুম ম্রো ৪৫, মাংলে ম্রো ৪৪, ও ক্রংতোয়া ম্রো ৫০, ৩ টি বসত ঘর (মাচাং ঘর) পুড়ে ছাই হয়ে যায়।

ঘরের থাকার ধান, চাল, কাপর-চোপর, ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন, ছেলে মেয়েদের বই,খাতা,কলম পুরে ছাই হয়ে যায়।

থানচি সদর ইউনিয়নের চেয়ারম্যান অংপ্রু ম্রো উপজেলা প্রশাসনকে অবহিত করেন এবং গণমধ্যমে সংবাদ প্রকাশিত হলে উপজেলা প্রশাসন এ ব্যবস্থা গ্রহণ করা হয়।

দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরে অর্থায়নের ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে ২ বান করে ঢেউ টিন, ৩০ কেজি চাউল, ও ৬ হাজার টাকা চেক বিতরণ করা হয়।

এ সময় ইউএনও ছাড়াও দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মসফিকুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিত দাশ গুপ্ত, থানচি সদর ইউনিয়নের চেয়ারম্যান অংপ্রু ম্রো উপস্থিত ছিলেন।