বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়ায় ২৭০ শিক্ষার্থীকে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করেছে বিজিবি।
রোববার (২৯ জুন) বিজিবির বান্দরবান সেক্টরের আওতাধীন বলিপাড়া জোনের উদ্যোগে বলিবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যায়নরত বিভিন্ন শ্রেণির এসব শিক্ষার্থীর মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়।
বলিপাড়া জোনের জোন কমান্ডার জোন কমান্ডার লে. কর্নেল মো. জহিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মধ্যে এসব উপকরণ বিতরণ করেন। এসময় তিনি শিক্ষার্থীদের মধ্যে জাতীয় পতাকা তুলে দেন।
এসময় প্রধান অতিথি জোন কমান্ডার বলেন, সুশিক্ষিত প্রজন্মই একটি দেশের প্রকৃত সম্পদ। বিজিবি সীমান্ত সুরক্ষা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি সবসময় দেশের মানুষের কল্যাণে নিয়োজিত আছে। বিজিবি থেকে শিক্ষার্থীদের মধ্যে এ শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের এ অঞ্চলে শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ ও আত্মবিশ্বাস তৈরি হবে। এ বিষয়ে তিনি শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি দেশপ্রেম ও নৈতিক শিক্ষা বিষয়ে উদ্বুদ্ধ করার জন্য সব শিক্ষক-শিক্ষার্থীকে অনুরোধ করেন।
তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষার আলোয় আলোকিত এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে বিজিবির পক্ষ থেকে এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।