মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

কাপ্তাইয়ে সাতটি দোকান পুড়ে ছাই! ক্ষতি ৩ লক্ষাধিক টাকা

মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই(রাঙামাটি): কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এলাকার পরিত্যক্ত সাতটি দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (৩০ জুন) দুপুর প্রায় সাড়ে ১২টায় বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এসব দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এবং নৌবাহিনীর দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে এলাকার লোকজন ও পলিটেকনিকের শিক্ষার্থীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা দোকানের বৈদ্যুতিক লাইনে শর্ট-সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ৩ লাখ টাকা। ঘটনাস্থল থেকে আমরা ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছি। এদিকে অগ্নিকান্ডের ফলে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন।