মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

সাতকানিয়ায় এক শিক্ষককে খুঁটিতে বেঁধে মারধর: আটক ২

চট্টগ্রামের সাতকানিয়ায় এক শিক্ষককে খুঁটিতে বেঁধে মারধর করার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর আবু বক্কর ও হানিফ নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রোববার (২৯ জুন) তাদের গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগী আবদুর রহমান সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের বুচির পাড়ার বাসিন্দা। বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ভাগ্যকুল কদুখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে স্থানীয় আবু বক্কর পরিবারের সঙ্গে আবদুর রহমানদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সম্প্রতি বিরোধ চরম আকার ধারণ করলে শিক্ষক আবদুর রহমানকে স্থানীয় দোকানদার মো. হানিফ কৌশলে ডেকে নিয়ে যান দস্তিদার হাট বাজারে। সেখানে কয়েকজন স্থানীয় ব্যক্তি তাকে দোকানের খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে মারধর করেন।

এ ঘটনায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আবদুর রহমান খুঁটিতে বাঁধা অবস্থায় দাঁড়িয়ে আছেন। আশপাশে বেশ কিছু লোক জড়ো হয়ে তাকে মারধর করছে। শিক্ষক আবদুর রহমানের অভিযোগ, তাকে জোর করে খালি স্ট্যাম্পে সই করাতে চাওয়া হয় এবং রাজি না হওয়ায় তাকে মারধর করা হয়। তার চোখে আঘাত লেগেছে, যার ফলে তিনি এখন ভালোভাবে দেখতে পাচ্ছেন না।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তফিকুল আলম গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ৬ জনের নাম উল্লেখ করে সাতকানিয়া থানায় মামলা রেকর্ড হয়েছে। এটির তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে ৩০ জুন (সোমবার) আদালতে সোপর্দ করা হয়েছে।