চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (৩০ জুন) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইউপিডিএফ সদস্যের নাম- সুজন বড়ুয়া ওরফে সাইমন (২৯)৷ তিনি খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার সাঁওতালপাড়া এলাকার মৃত অশোক বড়ুয়ার ছেলে।
মঙ্গলবার (১ জুলাই) র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানায় গত ১৮ মে এই ইউপিডিএফ সদস্যের বিরুদ্ধে একটি মামলা হয়। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার দিবাগত রাতে নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে খাগড়াছড়ির লক্ষীছড়ি থানায় চুরি এবং নাশকতা সংক্রান্ত দুটি মামলার তথ্য পাওয়া গেছে।’
পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে আসামিকে বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।