মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

উখিয়া জালিয়াপালং কৃষক লীগের সভাপতি আব্দুল কাদের আটক

সারা দেশে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আব্দুল কাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ জুলাই) রাত আনুমানিক ২টার দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ডেইল পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন উখিয়া থানা পুলিশ।

আব্দুল কাদের দীর্ঘদিন ধরে কৃষক লীগের জালিয়া পালং ইউনিয়ন শাখার সভাপতির দায়িত্বে ছিলেন। তবে তার বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। এর মধ্যে রয়েছে মানব পাচার, মাদক (ইয়াবা) ব্যবসা, দোকান ভাঙচুর ও লুটপাটসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ।

এছাড়াও, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা একটি মামলায় তিনি এজাহারভুক্ত আসামি বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র।

গ্রেপ্তারকৃত আব্দুল কাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে কক্সবাজার আদালতে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।