সেলিম উদ্দিন, কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় আমির মুহাম্মদ বদি উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংসদ। পরিবেশ রক্ষায়, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় এবং প্রজন্মকে একটি সবুজ ও টেকসই পৃথিবী উপহার দিতে এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়। এ উপলক্ষে বিদ্যালয় আঙিনায় মঙ্গলবার বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিলাল সিকদার, নুরুল হুদা, শাহাজাহান এম এ, আহাসান উল্লাহ, নুরুল আবছার,জালাল আহমদ, কাউছার আলম তুহিন, আশরাফ সিদ্দিকী নাদিরশাহ, সাইফুল ইসলাম, এহেতেশাম সাইমুল হক তুহা, আল আতাছ ছাদেকী তুহিন (২০১৬), ইরাদ, শাহিন শাহ, শাহিন (২০২২ ব্যাচ), ও শাহিন (২০২৪ ব্যাচ)।
এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সকলে মিলে গাছের চারা রোপণ করে কর্মসূচিকে সার্থক ও অর্থবহ করে তোলেন।
এসময় বক্তারা বলেন, বৃক্ষ আমাদের পরিবেশের অক্সিজেনের প্রধান উৎস। এটি কার্বন-ডাই-অক্সাইড শোষণ করে বৈশ্বিক উষ্ণতা হ্রাসে সহায়তা করে। গাছ মাটি ক্ষয় রোধ করে, প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে এবং স্থানীয় পরিবেশকে শীতল ও মনোরম রাখে। বিদ্যালয়ের চত্বরে ফলজ গাছ রোপণের মাধ্যমে ভবিষ্যতে শিক্ষার্থীরা পুষ্টিগুণসম্পন্ন ফলের পাশাপাশি আর্থিক উপকারও পাবে।
চারারোপণ কর্মসূচির মাধ্যমে বিদ্যালয় চত্বরে একটি সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব পরিবেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়। ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব ও শিক্ষণীয় উদ্যোগ গ্রহণের ঘোষণা দেওয়া হয়।