গত ১৮ জুন জাতীয় রাজস্ব বোর্ডের জারিকৃত ০৮.০১.০০০০.০০১.১৯.০০৩৮.২৪ নম্বর পত্রে রাজস্ব আদায় বৃদ্ধির স্বার্থে ২১ জুন ২০২৫ ও ২৮ জুন ২০২৫ তারিখ শনিবার জাতীয় রাজস্ব বোর্ড এবং এর অধীনস্থ কাস্টমস ও ভ্যাট এবং আয়করসহ রাজস্ব আদায়ের সাথে সম্পৃক্ত অন্যান্য সকল দপ্তর খোলা রাখার নির্দেশনা অমান্য করে ২৮-২৯ জুন ২০২৫ তারিখ যথাক্রমে রোজ শনিবার ও রবিবার কাস্টম হাউস, চট্টগ্রাম বন্ধ রেখে আমদানি রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্থ করে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি করায় চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন (পরিচিতি নম্বর ৩০০১১১) কে ১ জুলাই অর্থ মন্ত্রণালয়ের সচিব মোঃ আবদুর রহমান খান সাক্ষরিত প্রজ্ঞাপনে জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগপূর্বক চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয় এবং তাঁর বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয় বলে পত্রে উল্লেখ করা হয়।
