মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

রাউজান উত্তর হিংগলায় হক কমিটির শোহাদায়ে কারবালার স্বরণে মাহফিল

শফিউল আলম, রাউজানঃ মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উত্তর হিংগলা (২) শাখার ব্যবস্থাপনায় গত ১ জুলাই ,মঙ্গলবার, বাদে এশা শাখার কার্যালয়ে পবিত্র শোহাদায়ে কারবালার স্বরণে মিলাদ মাহফিল ও মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ উত্তর হিংগলা (২) শাখার বার্ষিক কাউন্সীল অধিবেশন অনুষ্ঠিত হয়।

আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উত্তর হিংগলা (২) শাখার সভাপতি মুহাম্মদ আবু আহমদ, কার্যকরী পরিষদের সদস্য মুহাম্মদ পারভেজ এর পরিচালনায় তকরীর করেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা সমন্বয়ক মাওলানা তরিকুল ইসলাম মাইজভাণ্ডারী, মাওলানা মোহাম্মদ মহিম উদ্দীন মাইজভান্ডারী,বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা ক” জোনের সাংগঠনিক সমন্বয়ক মুহাম্মদ সাদিকুজ্জামান শফি, মাষ্টার আনিস উল খান বাবর, মুহাম্মদ মামুন মিয়া, মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ,রাউজান উপজেলা খ” জোনের সমন্বয়ক মাষ্টার মুহাম্মদ আলী,মুহাম্মদ মিনহাজুল আবেদীন,আরও উপস্থিত ছিলেন,মুহাম্মদ তৌহিদুল ইসলাম, মুহাম্মদ জাফর, মুহাম্মদ লোকমান,মুহাম্মদ মানিক প্রমূখ। প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা ক” জোনের সমন্বয়ক মোহাম্মদ সাকিদুজ্জামান শফির সভাপতিত্বে, মাষ্টার আনিস উল খান বাবর এর পরিচালনায় উপস্থিত সভায় সকলের সম্মতিক্রমে মুহাম্মদ আবু আহমদকে সভাপতি ও মুহাম্মদ মানিককে সাধারণ সম্পাদক করে ২১ বিশিষ্ট একটি শাখা গঠন করা হয়।

পরিশেষে মিলাদ কেয়াম ও বিশ্ব বাসীর শান্তি কামনায় বিশেষ মুনাজাত করা হয়।