মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

রাউজানে হত্যা মামলা তুলে নিতে বাদিকে হত্যার হুমকির অভিযোগ

শফিউল আলম, রাউজানঃ রাউজানে চাঞ্চল্যকর প্রকৌশলী নুরুল আলম বকুল হত্যা মামলা তুলে নিতে আসামীরা বাদিকে হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২ জুলাই) দুপুরে রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের তিতা গাজীর বাড়িতে সাংবাদিক সম্মেলন ডেকে এমন অভিযোগ করেন ভুক্তভোগী মো. রাজু আহাম্মদ। তিনি বলেন, গত ০১ এপ্রিল আমার ভাইকে আমার মা-ভাইসহ ৬জন মিলে প্রকাশ্যে দিন দুপুরে দা ও কুড়াল দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছিল। পরে ০৩ এপ্রিল আমি বাদি হয়ে হত্যাকাণ্ডে অংশগ্রহণকারী মো. নাজিম উদ্দিন, দিাদরুল আলম, শাহিদা বেগম, মুন্নি আকতার, মো. জাকের হোসেন, মো. জাহিদ হোসেনের বিরুদ্ধে রাউজান থানায় হত্যা মামলা দায়ের করি। রাউজান থানা পুলিশ একজনকে ও গ্রেপ্তার করতে পারেনি। এখন মামলা প্রত্যাহারের জন্য আমাকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। মামলা প্রত্যাহার না করলে আমার ভাইয়ের মতো আমাকেও হত্যা করবে বলে হুমকি দিচ্ছে। চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন দাবি করে তিনি অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তিনি তার নিজের এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে হত্যা মামলার সকল আসামীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহবান জানানো হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী মো. রাজু আহাম্মদের বাবা মো. নুরুল ইসলাম এবং রাজুর স্ত্রী নাসরিন আকতার। তারাও অভিযোগ করেন মামলা তুলে নেওয়ার জন্য প্রতিনিয়ত মুঠোফোনে হুমকি দেওয়া হচ্ছে। প্রসঙ্গত, জায়গা-জমি নিয়ে ভাইদের মধ্যে বিরোধকে কেন্দ্র করে নুরুল আলম বকুল নামে এক প্রকৌশলীকে তার মা, ভাই, বোন এবং স্বজনেরা মিলে হত্যা করেছিল। এ ঘটনায় আরেক ভাই মো. রাজু আহম্মেদ হত্যা মামলা দায়ের করেন।