মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

বিলাইছড়ি উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক আটক

পুলিশের বিশেষ অভিযানে রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম শহীদুল ইসলামকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

বুধবার (০২ জুলাই) সন্ধ্যা এমন তথ্য নিশ্চিত করেছেন, রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন।

ওসি বলেন, মঙ্গলবার (০১ জুলাই) দিনগত মধ্যরাতে জেলা পুলিশের বিশেষ অভিযানে শহরের কলেজগেট এলাকার নিজ বাড়ির সামনে থেকে আওয়ামী লীগের এ নেতাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

জিজ্ঞাসাবাদ শেষে কোতয়ালি থানায় সোপর্দ করা হয়। তাকে ডেভিল হান্টের অভিযানে আটক দেখানো হয়েছে। বুধবার (০২ জুলাই) দুপুরে আটক আওয়ামী লীগের নেতাকে আদালতে তোলা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।