মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

কুতুব‌দিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ ফা‌র্মেসী‌কে জ‌রিমানা

কক্সবাজা‌রের কুতুব‌দিয়ায় ভ্রাম‌্যমান আদালত প‌রিচালনায় ৪ ফা‌র্মেসী‌কে জ‌রিমানা করা হয়ে‌ছে।

বুধবার (২ জুলাই) বিকা‌লে উপ‌জেলার ধু‌রুংবাজা‌রে নির্বা‌হি ম্যাজিস্ট্রেট সহকা‌রি ক‌মিশনার (ভূ‌মি) মোহাম্মদ সাদাত হোসেন ভ্রাম‌্যমান আদ‌ালত প‌রিচালনা ক‌রেন।

নির্বা‌হি অ‌ফিস সূত্র জানায়, ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আই‌নে বুধবার বিকাল ৪ টার দি‌কে ধুরুং বাজা‌রে নির্বা‌হি ম‌্যা‌জি‌স্ট্রেট মোজাম্মদ সাদাত হো‌সেন ক‌য়েকটা ফা‌র্মেসী‌তে ভ্রাম‌্যমান আদালত প‌রিচালনা ক‌রেন।

অ‌ভিযা‌নে মেয়া‌দোত্তীর্ণ ঔষধ রাখা বি‌ভিন্ন অসং‌তির দরুণ বাজা‌রের মা‌লেক শাহ ফা‌র্মেসী‌কে ১০ হাজার টাকা, সেবা মে‌ডি‌কেল হল‌কে ৫ হাজার টাকা, লোকনাথ ফা‌র্মেসী‌কে ৩ হাজার টাকা ও নকীব ফা‌র্মেসী‌কে ৫ হাজার টাকাসহ মোট ২৩ হাজার টাকা জ‌রিমানা করা হয়। এসময় স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর আব্দুল মালেক,পু‌লিশ সদস‌্যরা উপ‌স্থিত‌ ছি‌লেন।