রাজনৈতিক দলগুলোকে নিয়ে সংস্কার প্রস্তাবের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে দ্বিতীয় পর্যায়ের ৯ম দিনের বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন।
বৃহস্পতিবার (৩ জুলাই) বেলা ১১টার দিকে শুরু হওয়া এই বৈঠকে সভাপতিত্ব করছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আজকের বৈঠকেও অংশ নিয়েছেন ৩০টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা।
বৈঠকে আজকের আলোচ্য বিষয়- রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ ও জরুরি অবস্থা ঘোষণা।
এর আগে গতকাল রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনসহ নির্বাচনি এলাকা নির্ধারণ এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা হয়।
আলোচনার শুরুতে সূচনা বক্তব্য রাখেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
তিনি বলেন, ধারাবাহিক আলোচনার মাধ্যমে দ্রুত সংস্কার প্রস্তাব চূড়ান্ত করাই কমিশনের লক্ষ্য। বিগত দিনগুলোতে আলোচনার মাধ্যমে বেশকিছু বিষয়ে দলগুলো একমত হয়েছে। তবে সংস্কার প্রস্তাবের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে ঐকমত্য প্রতিষ্ঠার জন্য দ্বিতীয় পর্যায়ের আলোচনা চলছে।
এর আগে গতকালের আলোচনা শেষে ড. আলী রীয়াজ জানান, চলতি জুলাই মাসের মধ্যেই কমিশন সবার ঐকমত্যের ভিত্তিতে একটি সনদ তৈরি করতে চায়। তবে সেটা রাজনৈতিক দলগুলোর স্বদিচ্ছার ওপর নির্ভর করছে বলেও জানান তিনি।
এছাড়া গতকাল তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠায় দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে। এছাড়া সীমানা পুনঃনির্ধারণে আলাদা স্বাধীন কমিশন গঠনে দ্বিমত, নতুন প্রস্তাব শক্তিশালী বিশেষায়িত কমিটি গঠনের বিষয়েও একমত হয়েছে।
এর আগে বুধবার পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের ৮টি বৈঠক করেছে কমিশন। এবারের বৈঠকে আগের অমীমাংসিত ইস্যুগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিনিময় করেছে কমিশন। আজকের বৈঠকটি চলবে বিকেল ৫টা পর্যন্ত।