চট্টগ্রামের হাটহাজারীতে পুকুর থেকে অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে হাটহাজারী কৃষি ফার্ম সড়কের দক্ষিণ পাশের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
হাটহাজারীর উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি। পরে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।