মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

চট্টগ্রাম চেম্বার প্রশাসকের মেয়াদ বাড়ল

শতবর্ষী বাণিজ্য সংগঠন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশার মেয়াদ বাড়ানো হয়েছে।

বুধবার (২ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীনের স্বাক্ষরিত এক চিঠিতে আগামী দুই মাস মেয়াদ বাড়ানোর বিষয়টি জানানো হয়। আগামী ৮ জুলাই তার মেয়াদ শেষ হওয়ায় দুই মাস বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

গত বছরের ৯ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের এক আদেশে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশাকে চেম্বারের প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

চট্টগ্রাম চেম্বারে পরিবারতন্ত্র কায়েমের অভিযোগে সরকার পতনের পর থেকে ব্যবসায়ীরা আন্দোলন করে আসছিলেন। ব্যবসায়ীদের প্রতিবাদ এবং দাবির মুখে চট্টগ্রাম চেম্বারের সভাপতি ওমর হাজ্জাজসহ ২৪ পরিচালক পদত্যাগ করেন। পদত্যাগ করার পর গত ২ সেপ্টেম্বর চেম্বারের সাবেক সভাপতি প্রশাসক নিয়োগের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের ডিটিও বরাবর অনুরোধ জানিয়েছিলেন। এরপর চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে প্রশাসক নিয়োগ করে মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। উক্ত আদেশে নবনিযুক্ত প্রশাসককে আগামী ১২০ দিনের মধ্যে নির্বাচন করে নতুন কমিটির কাছে দায়িত্ব বুঝিয়ে দিতে বলা হয়েছিল।

প্রসঙ্গত, সাবেক সংসদ সদস্য এম এ লতিফের ছেলে ওমর হাজ্জাজের নেতৃত্বাধীন ২৪ সদস্যের পর্ষদ ২০২৩ সালের ৬ আগস্ট চেম্বারের প্রেসিডিয়াম এবং বোর্ডের দায়িত্ব নিয়েছিল। বর্তমানে যুগ্মসচিব পদমর্যাদার মুহাম্মদ আনোয়ার পাশা বাংলাদেশ শিপিং করপোরেশনের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।