বুধবার, ৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার, ৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

মহেশখালী সোনাদিয়ায় লাইফ জ্যাকেট পরিহিত মরদেহ উদ্ধার

কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপে লাইফ জ্যাকেট পরিহিত একটি মরদেহ ভেসে এসেছে।
মহেশখালী সোনাদিয়ার চরে ৪ মে(রোববার) ১টি লাশ ভেসে আসার খবর পেয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কাইছার হামিদের নির্দেশে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রতুল কুমার শীল ও এসআই সুমিত বড়ুয়ার নেতৃত্বে পুলিশের ১টি টিম গভীর রাতে সোনাদিয়া গিয়ে লাশটি উদ্ধার করে।

এখনো লাশটির পরিচয় পাওয়া যায়নি। রাত সাড়ে তিনটায় পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য লাশটি কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে মহেশখালী থানা পুলিশ সূত্রে জানা যায়।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানা গেছে।