সোমবার, ৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার, ৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

সিরাজ উদ্দিন সাথী রচিত ‘পলাশ শিমুলের জীবন আমার’ গ্রন্থ চবি গ্রন্থাগারিকের কাছে হস্তান্তর করেন উপাচার্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বৃহস্পতিবার (০৩ জুন) সকাল ৯টায় অন্তবর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য জনাব এম. সিরাজ উদ্দিন মিয়ার লেখা এবং অ্যাডর্ন পাবলিকেশন কর্তৃক প্রকাশিত ‘পলাশ শিমুলের জীবন আমার’ শীর্ষক বইয়ের ২টি কপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে সংরক্ষণের জন্য চবি গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. আলমগীরের নিকট হস্তান্তর করেন।

উপাচার্য সিরাজ উদ্দিন সাথী রচিত ‘পলাশ শিমুলের জীবন আমার’ বইটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষক, শিক্ষার্থীদের একাডেমিক কাজে সহায়ক ভূমিকা রাখবে মর্মে প্রত্যাশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতারের সাথে উপাচার্যের অফিস কক্ষে গত শনিবার (২৮ জুন ২০২৫) বিকাল ৩টায় অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য জনাব এম. সিরাজ উদ্দিন মিয়া সাক্ষাৎ করে তার লেখা বইয়ের দুটি কপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারে শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণা সহায়তার জন্য প্রদান করেন।