মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উত্তর সর্তা দায়রা শাখার মাহফিল

শফিউল আলম, রাউজান ঃ মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উত্তর সর্তা দায়রা শাখার ব্যবস্থপনায়, গত ৪ জুলাই শুক্রবার দিবাগত রাতে শাখার দায়রা শরীফে, পবিত্র শোহাদায়ে কারবালার ও বিশ্ব অলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) এর চন্দ্র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় ।

আয়োজিত মিলাদ মাহফিলে সভাপতিত্বে করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উত্তর সর্তা দায়রা শাখার সভাপতি মুহাম্মদ মুহাম্মদ সাহাব উদ্দিন। ধর্মীয় বিষয়ক হাফেজ মুহাম্মদ সিদ্দিক এর পরিচালনায়, অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা ক” জোনের সাংগঠনিক সমন্বয়ক মুহাম্মদ সাদিকুজ্জামান শফি, মাষ্টার আনিস উল খান বাবর, মুহাম্মদ মামুন মিয়া, মোহাম্মদ আলী মাষ্টার, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা ক” জোনের সমন্বয়ক ও রাউজান রশিদর পাড়া শাখার সিনিয়র সহ- সভাপতি মাওলানা মোহাম্মদ মহিম উদ্দীন মাইজভাণ্ডারী,তকরীর করেন উত্তর সর্তা আল হাসনাইন সুন্নিয়া মাদরাসায় সুপার মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন, উপস্থিত ছিলেন মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মুহাম্মদ হারুন, মুহাম্মদ জিয়াউল করিম প্রমূখ ।পরিশেষে মিলাদ কেয়াম ও বিশ্ববাসীর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয় ।