মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

শাহাদাতে কারবালা দিবস উপলক্ষ্যে চট্টগ্রামে সমাবেশ ও শোভাযাত্রা

শাহাদাতে কারবালা দিবস উপলক্ষ্যে চট্টগ্রামে সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ জুলাই) নগরের পুরাতন রেল স্টেশন চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ইমাম হোসাইন (রা.) এবং তার অনুসারীদের শাহাদাত স্মরণ করেন।

বিশ্ব সুন্নী মুভমেন্ট ও বিশ্ব হিউম্যানিটি রেভুলুশন, বাংলাদেশ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় নেতা আল্লামা আরেফ সারতাজ। সমাবেশে বক্তব্য দেন এমদাদুল হক সায়ীফ, আল্লামা ইলিয়াস শাহ, আল্লামা নঈম উদ্দীন, আল্লামা রেজাউল কাউছার, সাবিনা সাআদাত সাফা, কামরুল আলম নকীব, নিজাম উদ্দীন, আজিজ মাবরুর, আবদুল বারেকসহ অনেকে।

এসময় বক্তারা এটিকে ইসলামের ন্যায়-নীতি ও মানবতার মুক্তির সংগ্রামের একটি অন্যতম স্মারক হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, ইমাম হোসাইন (রা.)র শাহাদাত ছিল মানবতার জন্য এক অমূল্য দিকনির্দেশনা। এটি আমাদেরকে সত্য, ন্যায় ও মানবাধিকারের প্রতি চিরকাল অবিচল থাকার শিক্ষা দেয়।

নেতারা আরও বলেন, কারবালার যুদ্ধে ইমাম হোসাইন শুধু ইসলামকেই রক্ষা করেননি, বরং তিনি মানবতার পক্ষে একটি মহাকাব্য রচনা করেছেন। তার শাহাদাত আমাদের ঈমানি সত্তা ও জীবনের মূল চেতনা, যা অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সংগ্রামে আমাদের প্রেরণা জুগিয়ে থাকে।

সমাবেশ শেষে একটি শোভাযাত্রা বের করা হয়। এটি চট্টগ্রাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রার মাধ্যমে তারা শাহাদাতে কারবালা দিবসের মাহাত্ম্য ও এর শিক্ষা নিয়ে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে চেয়েছেন।

বিশ্ব সুন্নী মুভমেন্টের নেতারা শিয়াবাদ, মোয়াবিয়া ও এজিদপন্থি চক্রের বিকৃতি ও প্রতারণা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান। তারা বলেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা ঈমানি আদর্শে দৃঢ় থাকি এবং সত্যের পথে চলি।

এ ছাড়া নেতারা এই দিনে ইসলাম ও মানবতার প্রতীক ইমাম হোসাইন (রা.)র শাহাদাতের শিক্ষাকে বাস্তব জীবনে প্রতিষ্ঠিত করতে সবাইকে আহ্বান জানান।