মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

মহেশখালীতে ১টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ আটক ১

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজী পাড়া বাজার থেকে ১টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (০৬ জুলাই) ভোররাতে এ অভিযান পরিচালনা করা হয়।

মহেশখালী থানা পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (৬ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে মহেশখালী থানার একটি বিশেষ টিম হোয়ানকের ২ নম্বর ওয়ার্ডের আনোয়ার মেম্বারের অফিসের সামনে অভিযান চালায়।

অভিযানে জনৈক বাহাদুরের পুত্র মো. জাহাঙ্গীর (৪৮) গ্রেপ্তার হন। তল্লাশির সময় তার ডান হাতে থাকা নীল রঙের প্লাস্টিকের বস্তা থেকে একটি সচল একনলা দেশীয় বন্দুক উদ্ধার করা হয়। এ ব্যাপারে মহেশখালী থানার ওসি বলেন, হোয়ানকে অভিযান চালিয়ে অস্ত্রসহ জাহাঙ্গীর আলম কে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।