সোমবার, ৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার, ৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

কোতোয়ালিতে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৫

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ছোরা, একটি কুড়াল, এবং একটি লোহার পাইপের সঙ্গে লাগানো চেইনের রিং উদ্ধার করা হয়।

শনিবার (৫ জুলাই) রাতে কোতোয়ালি থানা এলাকার সিআরবি সাত রাস্তার মোড়ের স্টেডিয়াম সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন – চকবাজারের মো. সাকিব (২৪), বাকলিয়ার আবু তাহের (২৮), সদরঘাটের ছাব্বির হোসেন (১৯), চকবাজারের মোহাম্মদ হোসেন (২০) ও একই এলাকার শাহিদ হোসেন (২২)।

প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা পুলিশকে জানায়, তারা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য এবং বিভিন্ন সময় চট্টগ্রাম ফলমণ্ডি, রিয়াজ উদ্দিন বাজারের ব্যবসায়ী ও পথযাত্রীদের জিম্মি করে ডাকাতি করেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেফতার করা হয়। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।