মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

সীতাকুণ্ডে লরিচাপায় পথচারীর মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের জলিল গেট এলাকায় লরিচাপায় শুকলাল দাস (৪০) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে।

সোমবার (৭ জুলাই) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সোমবার (৭ জুলাই) সকাল সোয়া ৯টার দিকে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির লরি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা লরিসহ চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
বারআউলিয়া হাইওয়ে থানার ওসি আবদুল মোমিন বলেন, নিহত পথচারীর লাশ সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। বাঁশখালী উপজেলার জঙ্গল নাপোড়া এলাকার বাসিন্দা লরিচালক মোহাম্মদ রিদোয়ানকে (২৫) আটক করা হয়েছে। লরিটি থানা হেফাজতে রয়েছে।