মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

উখিয়ায় সাগরে ঢেউয়ের আঘাতে জেলে নিখোঁজ

কক্সবাজারের উখিয়ায় টানা ভারী বৃষ্টি ও উত্তাল সাগরের ঢেউয়ের আঘাতে মাছ ধরার সময় পানিতে পড়ে এক জেলে নিখোঁজ হয়েছেন।

নিখোঁজ জেলে আব্দুল মালেক উখিয়ার জালিয়াপালং ৮ নম্বর ওয়ার্ডের গুরা মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়ার ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই দুর্জয় সরকার।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই দুর্জয় সরকার বলেন, সোমবার (৭ জুলাই) বেলা ১১টার দিকে উখিয়ার জালিয়াপালং ছোয়াংখালী সংলগ্ন সাগরে মাছ ধরার সময় এক জেলে নিখোঁজ হন। প্রাথমিকভাবে জানা গেছে টানা ভারী বৃষ্টি ও উত্তাল সাগরের ঢেউয়ের আঘাতে নৌকা থেকে পড়ে গিয়ে জেলে আব্দুল মালেক নিখোঁজ হন।