মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল ৫ বছরের শিশু আলিফার

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা সিএনজি চালিত অটোরিক্সার পেছনে লরির ধাক্কায় দুমড়েমুচড়ে যায় একটি সিএনজি। এসময় সিএনজি থেকে ছিটকে পড়ে আলিফা (৫) নামে এক কন্যা শিশু ঘটনাস্থলে নিহত হয়েছে।

সোমবার (৭ জুলাই) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের মিরসরাই পৌরসদরের কলেজ রোড় মুখে এই দুর্ঘটনা ঘটে। নিহত আলিফা উপজেলার হাইতকান্দি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পশ্চিম হাইতকান্দি এলাকার গাজী ভূইয়াঁ বাড়ির মো. জহির উদ্দিনের মেয়ে।

ঘটনার প্রত্যক্ষদর্শী মফিজুল ইসলাম বলেন, ‘সিএনজি চালিত অটোরিকসাটি কলেজ রোড়ের মুখে দাঁড়িয়ে যাত্রী তুলছিলেন। এসময় একটি লরি ব্রেকফিল্ড করে সিএনজির পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে গিয়ে শিশু আলিফা গাড়ি থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যায়।’

মিরসরাই সেবা আধুনিক হাসপাতালের জুরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. মোহাম্মদ রুম্মান বলেন, হাসপাতালে আসার আগে শিশু আলিফার মৃত্যু হয়েছে। মাথায় গুরুত্বর আঘাত পেয়ে রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু হয়।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, সোমবার বিকেলে মিরসরাই পৌরসদরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে একটি লরি (চট্ট মেট্রো-ঢ-৮১-১১৩১) ব্রেকফিল্ড করে সিএনজি চালিত অটোরিক্সা (চট্টগ্রাম-থ-১২-৯৫৫০) পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে গিয়ে আলিফা (৫) নামের এক শিশু ঘটনাস্থলে মারা যায়।

তিনি আরও বলেন, আমরা আসার পরিবারের লোকজন মরদেহ উদ্ধার বাড়িতে নিয়ে চলে গেছে। লরি চালক এবং দুর্ঘটনাকবলিত গাড়িগুলো থানা হেফাজতে রয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।