প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ ভবনে প্রিমিয়ার ইউনিভার্সিটি-ইউটিএস প্রোগ্রামের ৬ষ্ঠ ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৫ জুলাই) দুপুর ১২টায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সংগীতশিল্পী এবং ইউটিএস-এর কান্ট্রিহেড ও এম্বাসেডর জনাব নকীব খান, প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির, ব্যবসায় শিক্ষা অনুষদের সহযোগী ডিন প্রফেসর এম. মঈনুল হক, সমাজবিজ্ঞান অনুষদের সহকারী ডিন জনাব ফারজানা ইয়াসমিন চৌধুরী, প্রক্টর জনাব মো. সোলাইমান চৌধুরী ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক নাজমা আখতার। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, বর্তমান যুগ প্রযুক্তিনির্ভর ও দ্রুত পরিবর্তনশীল। এই বাস্তবতায় শিক্ষাব্যবস্থাকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে একটি একীভূত শিক্ষাদান পদ্ধতি প্রয়োজন। এই প্রেক্ষিতে ইউনিফাইড টিচিং সিস্টেম একটি সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ। এটি শুধু শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ সহজ করে না, বরং এটি শিক্ষার গুণগত মান উন্নয়নেও সহায়ক। এর মাধ্যমে পাঠদান পদ্ধতিকে আরও সংগঠিত ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালনা করা সম্ভব হয়। শিক্ষকগণ ক্লাসপরিকল্পনা ও মূল্যায়নে, এমনকি ফলাফল প্রদানে আরও স্বচ্ছতা ও দক্ষতা অর্জন করতে পারেন। ইউনিফাইড টিচিং সিস্টেমের সফল বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি আধুনিক প্রযুক্তিনির্ভর এবং গুণগত শিক্ষার পরিবেশ গড়ে তুলতে পারবো। তিনি প্রিমিয়ার ইউনিভার্সিটি-ইউটিএস প্রোগ্রামের গুরুত্ব নিয়েও আলোচনা করেন এবং নবীন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন। তিনি নবীন শিক্ষার্থীদের বলেন, তোমরা প্রিমিয়ার ইউনিভার্সিটি-ইউটিএস প্রোগ্রামে ভর্তি হতে পেরেছ। সুতরাং তোমরা অনেক ভাগ্যবান।
বিশিষ্ট সংগীতশিল্পী এবং ইউটিএস-এর কান্ট্রিহেড ও এম্বাসেডর জনাব নকীব খান বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটি-ইউটিএস প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীরা বিশ্বমানের শিক্ষা গ্রহণ করার সুযোগ পাচ্ছে। এটা একটা বড় ব্যাপার। তিনি আরও বলেন, আমি সবসময় শিক্ষার্থীদের স্বার্থে কাজ করি এবং তাদের একাডেমিক ও ক্যারিয়ার সংক্রান্ত সুবিধা নিশ্চিত করার জন্য নানা উদ্যোগে যুক্ত থাকি। ইউটিএস-এর সঙ্গেও আমি যুক্ত আছি।
রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির বলেন, নবীন শিক্ষার্থীদের আমি স্বাগত জানাচ্ছি। তাদের নবযাত্রার জন্য এই অনুষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, বর্তমান সময়ের শিক্ষাব্যবস্থা দিন দিন আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে। এরই ধারাবাহিকতায় প্রিমিয়ার ইউনিভার্সিটি-ইউটিএস প্রোগ্রাম শিক্ষাক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ও যুগোপযোগী উদ্যোগ।
প্রফেসর এম. মঈনুল হক তাঁর বক্তব্যে বলেন, ইউটিএস পুরোপুরি তথ্যপ্রযুক্তিনির্ভর আন্তর্জাতিক মানের একটি বিশ্ববিদ্যালয়। প্রিমিয়ার ইউনিভার্সিটি-ইউটিএস প্রোগ্রামে শিক্ষা লাভ করে তোমরা অবশ্যই পেশাগত জীবনে সফল হতে পারবে বলে আমি বিশ্বাস করি।
জনাব ফারজানা ইয়াসমিন চৌধুরী বলেন, নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের একটি বিখ্যাত উক্তি তুলে ধরছি: ‘আমাকে বলুন এবং আমি ভুলে যাই। আমাকে শেখান এবং আমি মনে রাখতে পারি। আমাকে জড়িত করুন এবং আমি শিখি’।
প্রক্টর জনাব মো. সোলাইমান চৌধুরী নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রিমিয়ার ইউনিভার্সিটির কোড অব কন্ডাক্ট নিয়ে কথা বলেন। তিনি তাদের নিয়ম-শৃঙ্খলার মাধ্যমে শিক্ষাজীবন গড়ে তোলার তাগিদ দেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক নাজমা আখতার।