সেলিম উদ্দিন, ঈদগাঁও: কক্সবাজারের ঈদগাঁও যুব ঐক্য পরিবারের উদ্যোগে অসহায়, হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরন অনুষ্ঠানে বক্তারা বলেন, সোশ্যাল মিডিয়ার প্রভাব থেকে দূরে থাকতে হবে, মোবাইলে সময় নষ্ট করা থেকে বিরত থাকতে হবে, কল্যাণমুখী জীবন গঠন করতে হলে পিতা-মাতা ও শিক্ষকদেরকে সম্মান করতে হবে।
গতকাল সোমবার উপজেলার ঈদগাঁও ইউনিয়নের মেহেরঘোনা হয়রত আবু বক্কর ছিদ্দিক (রা:) বালিকা দাখিল মাদ্রাসা হলরুমে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী খাতা, কলম ও পেন্সিল বিতরন করা হয়।
মাদ্রাসার সুপার মোরশেদুর রহমানের সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগর।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি, লেকচারার জাহাঙ্গীর আলম। এসময় সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মাজাহারুল হক রিগ্যান ও মাদ্রাসার সহকারী শিক্ষক মোহাম্মদ ইব্রাহিম বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক মামুনুর রশিদ রিয়াদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইদ্রিস, শিক্ষা বিষয়ক সম্পাদক ইসতিহার হোসাইন ফাহিম, সদস্য মুবিন, ইউনুছসহ অসংখ্য ছাত্র ছাত্রী।