বুধবার, ৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার, ৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

চকরিয়ায় বন্যহাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতির আক্রমণে জাফর আলম (৭২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (৫ মে) ভোরে উপজেলা ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

জাফর আলম ওই ওয়ার্ডের উচিতার বিল এলাকার মৃত কালু চৌকিদারের ছেলে।

ফাঁসিয়াখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হেলাল উদ্দিন জানান, উচিতারবিল জায়গাটি বন্যহাতির অভয়ারণ্য এলাকা। সেখানে অনেক বসতি স্থাপন হয়েছে। সোমবার ভোরে দলছুট একটি বন্যহাতির সামনে পড়ে গেলে বৃদ্ধ জাফর আলমকে আছাড় মারে হাতিটি।

ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. মেহরাজ উদ্দিন বলেন, বন্যহাতির আক্রমণে নিহত ব্যক্তির বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। আবেদনের পরিপ্রেক্ষিতে নিয়মানুযায়ী ক্ষতিপূরণ যাতে পায় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।