মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো বিশেষ মুটিং সেশন

সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর আইন বিভাগের মুট কোর্ট সোসাইটির উদ্যোগে “মুটার্স মিট অ্যান্ড গ্রিট উইথ নূরান চৌধুরী” শীর্ষক এক বিশেষ মুটিং সেশন গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে অনুষ্ঠিত হয়েছে। এতে মূল আলোচক ছিলেন আইএলএসএ চ্যাপ্টার্স বাংলাদেশ—এর জাতীয় সমন্বয়ক নূরান চৌধুরী। এছাড়াও তিনি স্টেটসন আন্তর্জাতিক পরিবেশ বিষয়ক মুট কোর্ট প্রতিযোগিতা বাংলাদেশের জাতীয় সমন্বয়কারী ও সেন্টার ফর ইন্টেলেকচুয়াল প্রপার্টির উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান, রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী, আইন বিভাগের উপদেষ্টা অধ্যাপক মহিউদ্দিন খালেদ, আইন বিভাগের বিভাগীয় প্রধান সুরাইয়া মমতাজ, মুট কোর্ট সোসাইটির মডারেটর মোহাম্মদ জাহেদুল ইসলাম এবং আইন বিভাগের শিক্ষকবৃন্দ।

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মুট কোর্ট চর্চাকে আরও সুসংহত ও দক্ষ করে তোলার লক্ষ্যে আয়োজিত এই সেশনে অংশগ্রহণ করেন আইন বিভাগের শিক্ষার্থীরা। মূল আলোচনায় নূরান চৌধুরী ধাপে ধাপে মুট কোর্ট প্রক্রিয়া, আন্তর্জাতিক মুট প্রতিযোগিতায় অংশগ্রহণের কৌশল, গবেষণাভিত্তিক প্রস্তুতি এবং একজন দক্ষ মুটারের প্রয়োজনীয় গুণাবলী সম্পর্কে বিশদ আলোচনা করেন।
সেশনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান। তিনি বলেন, “ভবিষ্যতের আইনজীবীদের কেবল পাঠ্যপুস্তকজ্ঞান নয়, বাস্তব আদালত চর্চা ও যুক্তিতর্ক উপস্থাপনার দক্ষতাও প্রয়োজন।”

সমাপনী বক্তব্যে আইন বিভাগের উপদেষ্টা অধ্যাপক মহিউদ্দিন খালেদ মুট কোর্ট চর্চার গুরুত্ব তুলে ধরে বলেন, “আইনের ছাত্রদের মধ্যে গবেষণা, যুক্তি বিশ্লেষণ এবং আদালতে উপস্থাপনার সক্ষমতা গড়ে তুলতে মুট কোর্ট একটি শক্তিশালী মাধ্যম।”