মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

এইচএসসি পরীক্ষা: চট্টগ্রামে ইংরেজি পরীক্ষায় অনুপস্থিত ১০৫৯, বহিষ্কার ৩

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষার তৃতীয় দিনে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় চট্টগ্রাম জেলায় পরীক্ষার হলে অনুপস্থিত ছিলেন
১০৫৯ জন পরীক্ষার্থী। এ ছাড়া নকল করায় তিনজনকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চট্টগ্রাম জেলায় ৬৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। জেলায় এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭২ হাজার ৩২৫ জন। এর মধ্যে ৪৮ হাজার ৪৮০ জন নগরের পরীক্ষার্থী। মঙ্গলবার ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে অনুপস্থিত ছিলেন ১ হাজার ৫৯ জন। পাশাপাশি নকল করার সময় তিনজন ধরা পড়েন। তাদের বহিষ্কার করা হয়েছে।