মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

কর্ণফুলী টানেলের ভেতরে প্রাইভেটকার দুর্ঘটনা, আহত ২

কর্ণফুলী টানেলের ভেতরে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে টানেলের পাশের টুলবক্সে ধাক্কা দেয়। এতে দুজন আহত হয়েছেন।

তাদের দ্রুত উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তারা বাড়ি ফিরেছেন।

মঙ্গলবার (২৪ জুন) বিকেল সাড়ে চারটার দিকে পতেঙ্গা থেকে আনোয়ারা প্রান্তে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- সাতকানিয়ার আফিয়া বেগম (২৬) এবং নোয়াখালীর ফাকেরা বেগম (২৬)।

কর্ণফুলী টানেলের নিরাপত্তা ব্যবস্থাপক লেফটেন্যান্ট কমান্ডার ফারুক আহমেদ বলেন, একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে টানেলের পাশের টুলবক্সে ধাক্কা দেয়। এতে দুজন আহত হয়েছেন। তারা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। টানেলে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, আহত অবস্থায় দুজনকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।