ঢাকাস্থ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী কর্তৃক কোরআন অবমাননার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ মিনার প্রাঙ্গণে কোরআন তেলাওয়াতের আয়োজন করা হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) বিকাল ৫টায় ‘চবিয়ান দ্বীনি পরিবার’ নামক একটি সংগঠনের উদ্যোগে এই তেলাওয়াতের আসর বসে।
সংগঠনটির প্রধান মো. আব্দুল্লাহর সভাপতিত্বে কোরআন তেলাওয়াতের এই মজলিসে প্রধান ক্বারী হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী হিজবুল্লাহ মোহাম্মদ মুজাহিদ।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের শাখা সভাপতি মো. আব্দুর রহমান এবং বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের শাখা সভাপতি সাকিব মাহমুদ রূমী।
চবিয়ান দ্বীনি পরিবারের শূরা সদস্য মো. আব্দুর রহমান বলেন, ‘আল কুরআন আমাদের প্রাণের স্পন্দন। কুরআনের আলোয় আমরা হিদায়াতের পথ খুঁজে পাই। সেই কুরআনের অবমাননা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। আমরা চাই, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আলোচিত কুরআন অবমাননাকারীর দ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।’