চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার কেরানিহাট এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদের ২৪ ঘণ্টা না পেরুতেই আবারও দখলে নিয়েছে ভাসমান ব্যবসায়ীরা।
গত শনিবার (১৪ জুন) টানা ৩ ঘণ্টা যৌথ উচ্ছেদ অভিযান চালায় উপজেলা প্রশাসন, হাইওয়ে পুলিশ, থানা-পুলিশ ও সেনাবাহিনী। অভিযানে নেতৃত্ব দেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কীর্তিমান চাকমা।
রবিবার (১৫ জুন) সকাল ১০টায় সরেজমিনে কেরানিহাট এলাকায় গিয়ে দেখা যায়, মহাসড়ক, ফুটপাত ও ড্রেনের ওপর আবার দোকান বসিয়ে ফলমূল বিক্রি করছেন ভাসমান ব্যবসায়ীরা। এতে একদিকে যানজট সৃষ্টি হচ্ছে অন্যদিকে সাধারণ পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে। এ ছাড়াও নালায় পানি চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কীর্তিমান চাকমা গণমাধ্যমকে বলেন, ‘এটি দীর্ঘদিনের সমস্যা। তাই সমাধান হতে একটু সময় লাগবে। উচ্ছেদ অভিযান শেষে আমি কুমিল্লা চলে এসেছি। এ বিষয়ে সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সঙ্গে কথা বলে মহাসড়ক ও ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে আবার ব্যবস্থা নেওয়া হবে।’