চট্টগ্রামের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (১৬ জুন) সকালে র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৫ জুন) নগরের বন্দর, বায়েজিদ বোস্তামী ও রাঙ্গুনিয়ার কর্ণফুলী জুট মিল এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, ‘চট্টগ্রামের বাঁশখালীর ছনুয়া এলাকার বাসিন্দা মো. জামাল উদ্দিনের (৪০) বিরুদ্ধে বাঁশখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। রবিবার (১৫ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন মাইলের মাথা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে নোয়াখালীর সুধারামের এওজবলিয়া এলাকার বাসিন্দা মো. সজিবের (৩৮) বিরুদ্ধে সুধারাম মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। রবিবার বেলা ৩টায় চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।’
তা ছাড়া চট্টগ্রামের রাঙ্গুনিয়ার দক্ষিণ নোয়াগাঁও এলাকার বাসিন্দা মো. লিয়াকত আলী ওরফে লস্করের (৩৫) বিরুদ্ধে রাঙ্গুনিয়া মডেল থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়। রবিবার (১৫ জুন) বেলা আড়াইটায় রাঙ্গুনিয়ার কর্ণফুলী জুট মিল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।