চট্টগ্রাম নগরে ক্রমবর্ধমান যানজট সমস্যা সমাধানে পাহাড়তলী সাগরিকা এলাকায় একটি আধুনিক আন্তঃজেলা বাস টার্মিনাল স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
রোববার (৪ মে) টাইগারপাস চসিক কার্যালয়ে আন্তঃজেলা বাস মালিক সমিতির সঙ্গে এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি।
সভায় ডা. শাহাদাত বলেন, যানজট শুধু জনদুর্ভোগই বাড়াচ্ছে না, নগরীর অর্থনৈতিক কর্মকাণ্ডেও নেতিবাচক প্রভাব ফেলছে। এ সমস্যা সমাধানে সাগরিকায় আন্তর্জাতিক মানের আধুনিক বাস টার্মিনাল নির্মাণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
মেয়র জানান, নতুন বাস টার্মিনালে থাকবে টিকিট কাউন্টার, যাত্রী বিশ্রামাগার, পার্কিং সুবিধা এবং অন্যান্য নাগরিক সেবা। তিনি বলেন, চট্টগ্রামে যত্রতত্র বাস স্টপেজ, অপরিকল্পিত পার্কিং এবং পরিবহন ব্যবস্থার অভাবেই যানজট বাড়ছে। একটি পরিকল্পিত, পরিবেশবান্ধব নগর ব্যবস্থাপনা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
সভায় আন্তঃজেলা বাস মালিক সমিতির নেতারা বলেন, চট্টগ্রাম দেশের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও যোগাযোগ কেন্দ্র হলেও এখনো কোনো আধুনিক আন্তঃজেলা বাস টার্মিনাল স্থাপিত হয়নি, যা যাত্রীদের ভোগান্তি ও যানজট বাড়াচ্ছে।
সভায় আরও উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আহামদ, নিয়াজ খান, আবুল বাহার চৌধুরী, রুহুল আমিন, মনোয়ার হোসাইন, রিয়াজু আহমেদ, ফখরুল হাসান চৌধুরী, নাজিম উদ্দিন সোহেল এবং আনোয়ার হোসেন এরশাদ প্রমুখ।