মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

চট্টগ্রামে অপহরণ ও চাঁদাবাজি মামলার পলাতক আসামি আটক

চট্টগ্রামে অপহরণ ও চাঁদাবাজি মামলার পলাতক আসামি মো. আরিফকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।

মঙ্গলবার (২৪ জুন) রাতে পটিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. আরিফ পটিয়া থানার হুলাইন এলাকার বাসিন্দা।

র‌্যাব-৭ জানায়, গত জানুয়ারিতে পটিয়া থানায় দায়ের হওয়া মামলার প্রধান অভিযুক্ত মো. আরিফ চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার পূর্ব নাসিরাবাদ এলাকায় অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে গতকাল রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের উপ-পরিচালক (মিডিয়া) মেজর সাদমান সাকিব বলেন, ‘অপহরণ ও চাঁদাবাজি মামলার প্রধান অভিযুক্ত পলাতক আসামি মো. আরিফকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে তাকে পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।’