মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

চট্টগ্রামে আরও ৫ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৩৩ জনে।

রবিবার (২৯ জুন) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘নগরের বিভিন্ন ল্যাবে এক দিনে ১৪৭ জনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করা হয়। পরে তাদের মধ্যে পাঁচজনের করোনা শনাক্ত হয়। প্রতিদিনই কেউ না কেউ করোনায় আক্রান্ত হচ্ছেন। এক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই।’

জানা গেছে, চট্টগ্রামে চলতি বছর প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ১০ জুন। সেদিন নগর ও উপজেলা মিলে আক্রান্ত হয়েছিল তিনজন। এরপর গত ১১ থেকে ১৪ জুন একজন করে আক্রান্ত হয়েছিল। তবে গত ১৫ জুন করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ঠেকে ৯ জনে। গত ১৬ ও ১৭ জুন ১০ জন করে এবং গত ১৮, ১৯, ২০ ও ২১ জুন ৬ জন করে করোনায় আক্রান্ত হন। গত ২২ জুন ১২ জন, ২৩ জুন ৪ জন ও ২৪ জুন ১২ জনের করোনা শনাক্ত হয়। গত ২৫ জুন ৯ জন, ২৬ জুন ১৩ জন, ২৭ জুন ১২ জন ও ২৮ জুন ৬ জন করোনায় আক্রান্ত হন। সবশেষ ২৯ জুন নতুন করে করোনায় আক্রান্ত হন ৫ জন। এখন পর্যন্ত জেলায় করোনায় মারা গেছেন সাতজন।