মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

চট্টগ্রামে ইম্পেরিয়াল হাসপাতালে আগুন

চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী এলাকায় ইম্পেরিয়াল হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

রবিবার (২৯ জুন) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম নগরের আগ্রাবাদ ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপসহকারী পরিচালক আবদুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ভবনের নিচতলায় আইপিএস থেকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ২৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন পুরোপুরি নেভাতে দুই ঘণ্টা সময় লেগেছে। অগ্নিকাণ্ডে রোগী বা রোগীর স্বজনদের কোন ধরনের ক্ষতি হয়নি। তবে হাসপাতালের নিচতলায় রাখা মালামাল পুড়ে গেছে।’

এর আগে শুক্রবার (২৭ জুন) দুপুরে নগরের লালখান বাজার এলাকায় মমতা মাতৃসদন ক্লিনিকের নিচতলায় অপারেশন থিয়েটারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায়ও কোন হতাহতের ঘটনা ঘটেনি।