চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে অবস্থান নিয়েছেন একদল শিক্ষার্থী।
রোববার (২২ জুন) দুপুর ১টার দিকে তারা অবস্থান নিয়ে করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে অন্তত দুই মাস পিছিয়ে পরীক্ষার দাবি জানান।
শিক্ষার্থীরা স্লোগানে বলেন, “সুরক্ষা না পরীক্ষা, সুরক্ষা সুরক্ষা।” তাদের মতে, করোনা সংক্রমণ অব্যাহত থাকায় এখন পরীক্ষা নেওয়া জীবন হুমকির মুখে ফেলতে পারে।
তবে বিপরীত অবস্থানে রয়েছেন বেশিরভাগ শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা মনে করছেন, পরিস্থিতি আরও খারাপ হলে ভবিষ্যতে পরীক্ষা নেওয়া সম্ভব নাও হতে পারে। তাই যত দ্রুত সম্ভব পরীক্ষা শেষ করার পক্ষে মত দিয়েছেন তারা।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াছ উদ্দিন আহাম্মদ বলেন, পরীক্ষা পেছানোর এখতিয়ার তাদের নেই, বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। তিনি জানান, ১ লাখের বেশি পরীক্ষার্থীর মধ্যে মাত্র ৪০ জন শিক্ষার্থী পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছে। বাকিরা চান নির্ধারিত সময়েই পরীক্ষা হোক।
তিনি আরও জানান, স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষাকেন্দ্র প্রস্তুত করা হয়েছে এবং জেলা প্রশাসন, সিভিল সার্জন, সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করা হচ্ছে।
চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী জাওয়াদ মোরশেদ বলেন, “করোনার প্রভাব বাড়ছে, দ্রুত পরীক্ষা হয়ে গেলে ভালো হয়। পরে পরীক্ষা না হলে আবার অটোপাস হতে পারে। এতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে, বিশেষ করে বিদেশে পড়াশোনা করতে ইচ্ছুকদের।”
উল্লেখ্য, আগামী ২৬ জুন থেকে সারা দেশে একযোগে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ২ হাজার ১ জন শিক্ষার্থী।