মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

চট্টগ্রামে শেলটেক’র নতুন অফিস উদ্বোধন

১৯৮৮ সাল থেকে যাত্রা শুরু করা বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট ব্র্যান্ড শেলটেক। সম্প্রতি শেলটেক বন্দরনগরী চট্টগ্রামে তাদের ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণ করেছে।

শেলটেক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদের নেতৃত্বে, আবাসন কোম্পানিটি দক্ষিণ খুলশীতে তাদের নতুন অফিস উদ্বোধন করেছে।

শেলটেক ইতোমধ্যে দুটি নতুন প্রকল্প পাঁচলাইশে শেলটেক সাবের মরিয়ম স্কয়ার এবং দক্ষিণ খুলশীতে শেলটেক হিল ভিউ প্রকল্প গ্রহণের মাধ্যমে বন্দর নগরীতে মানসম্পন্ন আবাসন প্রকল্প নির্মাণের অগ্রযাত্রা শুরু করেছে। রাজধানী ঢাকায় শেলটেক এ পর্যন্ত ১৭০ টিরও বেশি প্রকল্প সম্পন্ন এবং ৪ হাজার ১০০টির বেশি অ্যাপার্টমেন্ট হস্তান্তরের মাধ্যমে প্রায় ৩৭ বছর ধরে সফলতার সঙ্গে গ্রাহকের আস্থা ধরে রেখেছে।

যৌথ উদ্যোগ এবং অ্যাপার্টমেন্ট কেনার জন্য, শেলটেকের চট্টগ্রাম অফিস : রুবিয়া হাইটস (দ্বিতীয় তলা), বাড়ি ৭/এ/১, রোড ৩, জাকির হোসেন রোড, দক্ষিণ খুলশী। আরও বিস্তারিত জানার জন্য ১৬৫৫০ নম্বরে কল করুন অথবা www.sheltech-bd.com বিস্তারিত দেখুন।