মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

চট্টগ্রামে ১৩ মামলার পলাতক আসামি র‌্যাবের জালে আটক

চট্টগ্রামে ১৩টি মামলার পলাতক আসামি মো. ফরহাদ উদ্দিন মজনু (৩০) কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মো. ফরহাদ উদ্দিন মজনু বায়েজিদ বোস্তামী থানাধীন পূর্ব শহীদ নগরপুর এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে।

শনিবার (১৪ জুন) দুপুরে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এ. আর. এম. মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার (১৩ জুন) রাতে বায়েজিদ বোস্তামী থানাধীন পূর্ব শহীদ নগর এলাকায় অভিযান চালিয়ে এক আসামিকে গ্রেপ্তার করে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, আসামিকে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানায় করা একটি মামলায় (মামলা নং- ১৯ (৩)১৫) গ্রেপ্তার করা হয়েছে। তাছাড়া তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ এবং চট্টগ্রাম জেলার রাউজান থানায় হত্যা, নাশকতা আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ এবং মাদক সংক্রান্ত ১৩টি মামলার তথ্য পাওয়া গেছে।