চট্টগ্রাম জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী এডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিনের সঙ্গে চট্টগ্রামের সৃজনশীল মানুষের সংগঠন ‘চট্টগ্রাম সুহৃদ’-এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় চট্টগ্রাম জুড়ে বিস্তৃত সুহৃদের সদস্যদের সর্বাত্মক সহযোগিতা দেয়ার আশ্বাস দেন সংগঠনের নেতৃবৃন্দ। একই সঙ্গে রেডক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকেও চট্টগ্রাম জুড়ে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে ‘চট্টগ্রাম সুহৃদ’-এর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন।
সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সুহৃদের সভাপতি, লেখক ও সাংবাদিক এবং দৈনিক প্রিয় চট্টগ্রামের নির্বাহী সম্পাদক মির্জা ইমতিয়াজ শাওন, সংগঠক রফিকুল ইসলাম খোকন, সাংবাদিক জাহেদ কায়সার, জলছবি সম্পাদক সৈকত শুভ্র, তরুণ আলেম আনাস বিন আব্বাস, সংগঠক জুবায়ের ইকবাল, নাগরিক চোখ সম্পাদক ও কবি মিজান মনিরসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।