বাংলাদেশস্থ ফ্রান্স দূতাবাসের উদ্যোগে এবং চবি আইকিউএসির আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘ব্লু টক ৩’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসদ্যুপুই। মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান এবং বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য রিয়ার অ্যাডমিরাল খালেদ ইকবাল। এতে কনসেপ্ট নোট উপস্থাপন করেন ফ্রান্সের সরকারি এজেন্সি এক্সপার্টিজ ফ্রান্স (Expertise France) -এর সমুদ্রবিষয়ক আন্তর্জাতিক টেকনিক্যাল বিশেষজ্ঞ ড. টোনিয়া কাপুয়ানো।
সেমিনারে অনলাইনে নিজ নিজ দেশের এমএসডিআই প্ল্যাটফর্ম ও অভিজ্ঞতা শেয়ার করেন শ্রীলঙ্কান নেভির সাবেক প্রধান হাইড্রোগ্রাফার রিয়ার অ্যাডমিরাল ওয়াই.এন. জয়রত্ন এবং ইতালির জাতীয় গবেষণা পরিষদ সিএনআর-এর বিশেষজ্ঞ ড. লুসিয়ানো বোসো।
এতে বাংলাদেশের প্রেক্ষাপট ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ নৌবাহিনীর বর্তমান প্রধান হাইড্রোগ্রাফার কমোডর শেখ ফিরোজ আহমেদ, চবি ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ নাথ এবং নোয়ামীর নির্বাহী পরিচালক ড. মহন কুমার দাশ।
আলোচনায় অংশ নিয়ে বিশেষজ্ঞ মতামত প্রদান করেন মোহাম্মদ নজরুল ইসলাম, অতিরিক্ত পরিচালক, বিআইডব্লিউটিএ; অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, পরিচালক, আইকিউএসি; শাহ আহমেদুল কবীর, জেনারেল ম্যানেজার এবং এস. এম. আনোয়ারুল আজিজ, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড; মোহাম্মদ আব্দুর রহমান খান, উপপরিচালক, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
এতে আরও উপস্থিত ছিলেন ফ্রান্স দূতাবাসের রাজনৈতিক উপদেষ্টা ক্রিশ্চিয়ান বেক এবং চট্টগ্রামের আঁলিয়ঁস ফ্রঁসেজের পরিচালক ব্রুনো ল্যাক্রাম্প।
কর্মশালায় অনুভূতি প্রকাশ করেন সম্প্রতি মোনাকোতে অনুষ্ঠিত ওশান কনফারেন্সে অংশগ্রহণকারী ক্যাপ্টেন রেজা, বিএনএইচওসি-এর কমান্ডিং অফিসার এবং ফ্রান্সের নিস শহরে অনুষ্ঠিত জাতিসংঘের ওশান কনফারেন্সে অংশগ্রহণকারী চবি মেরিন সায়েন্স বিভাগের মাস্টার্সের ছাত্রী ঐশ্বর্য।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন, অতিরিক্ত পরিচালক, আইকিউএসি, চবি।
এই সেমিনারে মূলত সামুদ্রিক স্থানিক ডেটা অবকাঠামো (Marine Spatial Data Infrastructure – MSDI) কী, এর গুরুত্ব এবং বাংলাদেশে এটি গড়ে তোলার উপায় নিয়ে দেশের ও বিদেশের বিশেষজ্ঞবৃন্দ বিস্তারিত আলোচনা করেন।
পুর্বাহ্নে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মাদাম মারি মাসদ্যুপুই চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এর সাথে তাঁর অফিস পক্ষে সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় করেন।