মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

চবির সায়েন্টিফিক সোসাইটির সভাপতি সিফাত, সাধারণ সম্পাদক ওজায়ের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একমাত্র বিজ্ঞানভিত্তিক সংগঠন ‘চিটাগং ইউনিভার্সিটি সায়েন্টিফিক সোসাইটি’ (সিইউএসএস)-এর ২০২৫-২৬ সালের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কে. এম. সিফাত শাহরীন স্বচ্ছ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেসের শিক্ষার্থী মো. ওজায়ের হোসেন।

সদ্য সাবেক সভাপতি রওনাক রওশন ফিহা স্বাক্ষরিত ৯০ সদস্যের এই কমিটি শুক্রবার (২০ জুন) অনুমোদন পায় এবং সংগঠনটির অফিশিয়াল ফেসবুক পেজে তা প্রকাশ করা হয়।

নবগঠিত কোর কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন: সিনিয়র সহ-সভাপতি আবিদুল মওলা খান, সহ-সভাপতি মো. ইকরামুল হক ইকরাম এবং মো. রেজানুর রহমান হৃদয়, যুগ্ম সাধারণ সম্পাদক সিমরান বিনতে সামাদ, কাকন সাহা এবং প্রতীক দত্ত।

এছাড়া কার্যনির্বাহী কমিটির বিভিন্ন হাউজের নির্বাচিত সদস্যরা হলেন: সাংগঠনিক সম্পাদক রিদওয়ান আহমেদ সিদ্দিকী, অর্থ সম্পাদক মেহেদী হাসান, দফতর সম্পাদক রুবাইয়া ইয়াসমিন, প্রশাসনিক সম্পাদক সাঈদ মোহাম্মদ মুশফিক হাসান, প্রকাশনা সম্পাদক অতনু সিংহ, মিডিয়া এবং প্রচার ব্যবস্থাপনা সম্পাদক রুফাইদা সিদ্দিকী, তথ্যপ্রযুক্তি সম্পাদক রায়ান তানজিম, মানব সম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সাদিয়া ওসমান লরিন, যোগাযোগ সম্পাদক ফারিহা ফাইজা চৌধুরী, ইভেন্ট ব্যবস্থাপনা সম্পাদক ফাহরিয়াল ইমরোজ, গবেষণা এবং উন্নয়ন সম্পাদক রিমন চৌধুরী, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক রুকাইয়া বিনতে আব্দুল্লাহ, ওয়েবসাইট ব্যবস্থাপনা সম্পাদক কাউসার আহমেদ সজীব, প্রকল্প ব্যবস্থাপনা সম্পাদক তাসমিয়া নিশাত।

২০১৮ সালের ৫ এপ্রিল যাত্রা শুরু করা সিইউএসএস জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃক রেজিস্ট্রেশনপ্রাপ্ত একটি সংগঠন। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিজ্ঞানচর্চা, সচেতনতা এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে ভূমিকা রেখে আসছে।

সংগঠনটির নিয়মিত আয়োজনে রয়েছে কর্মশালা, সেমিনার, প্রশিক্ষণ কর্মসূচি, প্রতিযোগিতা ও আলোচনা সভা। তাদের উল্লেখযোগ্য উদ্যোগ হলো চট্টগ্রামের সর্ববৃহৎ বিজ্ঞানভিত্তিক উৎসব ‘সায়েন্স কার্নিভাল’।

বর্তমানে সংগঠনটি আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের গবেষণাভিত্তিক দক্ষতা বিকাশে কাজ করে যাচ্ছে। একইসঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে বিজ্ঞানভিত্তিক জ্ঞান বিনিময়ের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলার দিকেও এগিয়ে যাচ্ছে সংগঠনটি।