সোমবার, ৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার, ৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

চবি ইতিহাস বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইতিহাস বিভাগের উদ্যোগে শহীদ হৃদয় চন্দ্র তরুয়ার জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) বেলা ২টায় ইতিহাস বিভাগের নিজস্ব ভবন প্রাঙ্গণে এই কর্মসূচির সূচনা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শামীমা হায়দার। তিনি শহীদ হৃদয় তরুয়ার স্মৃতিচারণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন।

এ সময় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ড. মোহাম্মদ জমালুল আকবর চৌধুরী, অধ্যাপক ড. সালমা বিনতে শফিক, সহকারী অধ্যাপক দেবাশিস কুমার প্রামাণিক এবং সহকারী প্রক্টর ও প্রভাষক মো. নুরুল হামিদ কাননসহ বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।

বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আম, লিচু, জামরুল, কৃষ্ণচূড়া, সোনালু, জলপাই, নিম, বকুল, আমলকী, চালতা, আমড়া, রাধাচূড়াসহ বিভিন্ন জাতের ফলজ ও ওষুধি গাছ রোপণ করা হয়।

কর্মসূচির দ্বিতীয় অংশে সন্ধ্যা ৭টায় শহীদ হৃদয়ের সহপাঠীরা চবি রেলস্টেশন এলাকায় শতাধিক পথশিশুর মাঝে খাবার বিতরণ করেন।

উল্লেখ্য, শহীদ হৃদয় চন্দ্র তরুয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ছিলেন। ২০২৪ সালের জুলাই বিপ্লব চলাকালে চট্টগ্রামের বহদ্দারহাটে আন্দোলনরত অবস্থায় বিক্ষোভে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ২৩ জুলাই তার মৃত্যু হয়। তার স্মৃতিকে কেন্দ্র করেই এই মানবিক ও পরিবেশবান্ধব কর্মসূচি হাতে নিয়েছেন তার বিভাগের শিক্ষার্থীরা।