প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে আগামী ১৪ জুলাই ২০২৫ খ্রি., সোমবার, বিকাল ৪.০০ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে রজতজয়ন্তী উৎসব, চব্বিশের জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে দোয়া, ত্রি-বার্ষিক সাধারণ সভা, সংবর্ধনা ও নবনির্বাচিত ৮ম কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
এতে বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, প্রো-ভাইস চ্যান্সেলর (অ্যাকাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামের ইতিহাস ও বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক, ইতিহাসবিদ ও গবেষক প্রফেসর ড. শাহ্ মোহাম্মদ শফিকউল্লাহ্। সম্মানিত অতিথি থাকবেন ইতিহাসবিদ ও গবেষক প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী, চবি বাংলাদেশ স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ সাখাওয়াত হুসাইন এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি মুহিউদ্দিন আহমদ, সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মেজর (অব.) মো. নুরুল হুদা কুতুবী, প্রাক্তন সভাপতি আলহাজ্ব মুহাম্মদ শামসুল আলম প্রমুখ।
অনুষ্ঠানে রয়েছে রজতজয়ন্তী র্যালী, কেক কাটা, সংবর্ধনা, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া, ত্রি-বার্ষিক সাধারণ সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা, মোড়ক উন্মোচন ও সমাপনী। অনুষ্ঠানে সমিতির জীবন সদস্য, আমন্ত্রিত অতিথি ও সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সমিতির সভাপতি মুহাম্মদ শওকত আলী নূর, সাধারণ সম্পাদক আহমদ ইমরানুল আজিজ ও অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিজানুর রহমান সেলিম বিশেষভাবে অনুরোধ করেছেন।