বুধবার, ৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার, ৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

চবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির কার্যনির্বাহী কমিটির ১ম সভা সম্পন্ন

প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর নবনির্বাচিত ৮ম কার্যনির্বাহী কমিটির প্রথম সভা মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যা ৭.৩০ টায় সমিতির অস্থায়ী অফিসে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মুহাম্মদ শওকত আলী নূরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমদ ইমরানুল আজিজের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক ও বর্তমানে নির্বাহী সদস্য মিজানুর রহমান সেলিম, যুগ্ম সম্পাদক আ ন ম নাসির উদ্দীন, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ওমর ফারুক হোসাইনী, সমাজকল্যাণ সম্পাদক আকতার কামাল চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ নুরুল বশর রাসেল, মহিলা বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা এবং নির্বাহী সদস্য মো. হারুনুর রশিদ মনছুরী, অ্যাডভোকেট মুহাম্মদ আবু ছাইয়িদ, অধ্যাপক এ এম রমিজ আহমদ, মো. আবু সালেহ ও মোহাম্মদ অহিদুল ইসলাম খোকা।

আজকের সভায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ শওকত আলী নূর। এরপর পারস্পরিক পরিচিতি শেষে নেতৃবৃন্দ দায়িত্ব ও কর্তব্য বিষয়ে ব্রিফিং দেন সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক। এরপর সমিতির ভবিষ্যৎ পরিকল্পনা ও বিভিন্ন উপকমিটি গঠন করা হয়। বিশেষ করে আগামী ১৪ জুলাই অনুষ্ঠিতব্য ত্রি-বার্ষিক সাধারণ সভা, নতুন কমিটির অভিষেক, সংবর্ধনা, জুলাই শহীদদের স্মরণে দোয়া ও রজতজয়ন্তী উৎসব এর প্রস্তুতি ও কর্মকৌশল নিয়ে আলোচনা করা হয়।