মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

চবি উপাচার্যের সাথে আমেরিকান বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শিক্ষার্থীর সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতারের সাথে রবিবার (২৯ জুন) দুপুর ১২:৩০টায় উপাচার্যের অফিসকক্ষে ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া, আমেরিকার মাস্টার্সের শিক্ষার্থী সালমা ফারসাখ উলম্ সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় চবি জাদুঘরের পরিচালক ও চবি ইতিহাস বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জাহিদুর রহমান এবং সালমা ফারসাখ উলম্-এর গবেষণা সহকারী, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এর শিক্ষার্থী মির্জা সুবাহ উপস্থিত ছিলেন।

চবি উপাচার্য অতিথিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসে শুভেচ্ছা ও স্বাগত জানান। তিনি অতিথিকে বিশ্ববিদ্যালয়ে বিরাজমান একাডেমিক কার্যক্রমের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ প্রদান করেন।

আমেরিকায় জন্ম নেওয়া ফিলিস্তিনি মুসলিম সালমা ফারসাখ উলস্ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ সম্পর্কে জেনে অত্যন্ত আনন্দিত হন এবং প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরপুর এ বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের পড়ালেখায় আগ্রহ প্রকাশ করেন।

এছাড়াও তিনি উপাচার্যকে ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের কথা এবং সেখানে নিয়মিত যেতে না পারার কথাও জানান। সালমা ফারসাখ উলম্ উপাচার্যকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ায় আমন্ত্রণ জানান।

উল্লেখ্য, পুলিৎজার সেন্টার ফর ক্রাইসিস রিপোর্টিং ফেলোশিপে সালমা ফারসাখ উলম্ বাংলাদেশে এসেছেন। রবিবার সকালে গবেষণা কাজে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরে আসেন। এ গবেষকের পিতা এমআইটির প্রফেসর এবং তার মাতা আমেরিকায় রাজনীতি বিজ্ঞানের অধ্যাপক।