মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

চবি ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীর মৃত্যুতে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়ের শোক প্রকাশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী কে. এম. সাদমান রহমান সাবাব এর আকস্মিক মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা একই বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের আরও দুই জন মেধাবী শিক্ষার্থী অরিত্র হাসান ও আসিফ আহমেদের নিখোঁজ থাকার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

মাননীয় উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয় এক শোক বার্তায় মেধাবী শিক্ষার্থী সাবাবের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। এ শিক্ষার্থীর মৃত্যুশোক যাতে তার পরিবার-পরিজন কাটিয়ে উঠতে সক্ষম হন, সেজন্য তারা পরম করুণাময় আল্লাহর দরবারে দোয়া করেন। একইসাথে নিখোঁজ দুই জন শিক্ষার্থী যাতে দ্রুত আমাদের মাঝে ফিরে আসে মহান আল্লাহর দরবারে তারা সে প্রার্থনা করছেন। উল্লেখ্য, নিখোঁজ দুইজন শিক্ষার্থী উদ্ধারে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় উদ্ধার কাজ চলমান রয়েছে।