বুধবার, ৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার, ৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

চবি শিক্ষার্থীর মৃত্যুতে শহীদ ফরহাদ হোসেন হল কর্তৃপক্ষের শোকবার্তা

কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের এবং শহীদ ফরহাদ হোসেন হলের আবাসিক ছাত্র কে. এম. সাদমান রহমান সাবাবের মৃত্যু এবং আসিফ আহমেদ ও অরিত্র হাসান নিখোঁজ থাকার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ ফরহাদ হোসেন হল কর্তৃপক্ষ গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন।

এ মর্মান্তিক দুর্ঘটনায় চবি শহীদ ফরহাদ হোসেন হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ আবদুল মান্নান, আবাসিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ গভীরভাবে শোকাহত। তারা এক শোকবার্তায় বলেন, কে. এম. সাদমান রহমান সাবাবের অকালমৃত্যু আমাদের সবার জন্য এক অপূরণীয় ক্ষতি। সাবাব ও নিখোঁজ শিক্ষার্থীরা এ বিশ্ববিদ্যালয়ের শুধু গর্বই ছিলেন না, হলের প্রাণও ছিলেন। তাদের প্রাণবন্ত উপস্থিতি ও বন্ধুত্বপূর্ণ আচরণ আমরা মিস করছি।

শোকবার্তায় তারা আরো বলেন, শহীদ ফরহাদ হোসেন হল পরিবারের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আমরা দোয়া করছি, মহান আল্লাহ যেন সাবাবকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার পরিবারকে এ শোক সহ্য করার শক্তি দেন। যারা নিখোঁজ রয়েছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে নিরাপদে আমাদের মাঝে ফিরিয়ে দেন।